পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ২০২৪ সালে আয়োজন করেছে বার্ষিক S.H.G. Training Program। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Groups) সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা।
S.H.G. Training Program 2024 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে। প্রশিক্ষণে কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, অর্থনৈতিক পরিকল্পনা এবং দলগত কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে, যা তাঁদের ব্যবসা পরিচালনা এবং আয় বৃদ্ধি করতে সাহায্য করবে।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালিত হয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায় ব্যবস্থাপনা, এবং আধুনিক কৃষি পদ্ধতি। অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সফলতা অর্জনের বিভিন্ন কৌশল শিখেছে।
Pritam is a developer and content creator from West Bengal. He is passionate about his work and always looking for ways to improve his skills and knowledge.